Royal Nursing College, Gazipur

রয়েল নার্সিং কলেজ, গাজীপুর

  • 01990033555
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে। Details
Download

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে।

Date : 20 - Mar - 2025


রয়েল নার্সিং কলেজ

 অধ্যক্ষ-এর কার্যালয়

তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা, গাজীপুর।

স্মারক নং- আরএনসি/প্রশা/২০২৫/৩০                                                                        তারিখ: ২০/০৩/২০২৫ খ্রি.

“অফিস নোটিশ”

এতদ্বারা রয়েল নার্সিং কলেজ, গাজীপুর-এর সকল পরিচালক, কর্মকর্তা, লেকচারার, নার্সিং ইন্সট্রাক্টর, কর্মচারী অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭/০৩/২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার হতে ০৩/০৪/২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অত্র প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বন্ধের পর ০৫/০৪/২০২৪ খ্রি. রোজ শনিবার হতে যথারীতি নিয়মে সকলকে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হল।

২। সকল ছাত্র-ছাত্রীদের আগামী ২৭/০৩/২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার হতে ০৮/০৪/২০২৪ খ্রি. রোজ মঙ্গলবার পর্যন্ত প্রতিষ্ঠানের একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকিবে। উক্ত বন্ধের পর ০৯/০৪/২০২৪ খ্রি. রোজ বুধবার হতে যথারীতি নিয়মে ক্লাসে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হল।


মোঃ নিজাম উদ্দিন

অধ্যক্ষ

রয়েল নার্সিং কলেজ, গাজীপুর

মোবাঃ ০১৭৪৯৫১৪২৪১

স্মারক নং- আরএনসি/প্রশা/২০২৫/           তারিখ: ২০/০৩/২০২৫ খ্রি.

সকলের জ্ঞাথার্থে অনুলিপি প্রেরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে):

১. ব্যবস্থাপনা পরিচালক, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।

২. পরিচালক (সকল), রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।

৩. উপাধ্যক্ষ, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।

৪. লেকচারার/ইন্সট্রাক্টর (সকল), রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।

৫. হিসাব শাখা, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।

৬. হোস্টেল সুপার, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।

৭. নোটিশ বোর্ড, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।