অফিস আদেশ
Date : 29 - Jul - 2024
স্মারক নং- আরএনসি/প্রশা/২০২৪/৮৮, তারিখ: ১৮/০৭/২০২৪ খ্রি.
এতদ্বারা রয়েল নার্সিং কলেজ, গাজীপুরের সকল ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী নির্দেশ ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক “নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি” যার স্মারক নং- বিএনএমসি/প্রশা-৩৪(অংশ-৪)/২০২৪-৬২২, তারিখ: ১৭ জুলাই ২০২৪ খ্রি. এর নির্দেশনা অনুযায়ী অদ্য ১৮/০৭/২০২৪ খ্রি. রোজ বৃহস্পতিবার হতে পরবর্তী সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকিবে। একই সাথে ছাত্রী হোস্টেলে অবস্থারত সকল ছাত্রীদের হোস্টেল ত্যাগ করে বাড়ি/নিরাপদ আবাসস্থলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
স্বাক্ষরিত
অধ্যক্ষ
রয়েল নার্সিং কলেজ, গাজীপুর
সকলের জ্ঞাথার্থে অনুলিপি প্রেরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে):
১. চেয়ারম্যান, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
২. পরিচালক (সকল), রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
৩. লেকচারার/ইন্সট্রাক্টর (সকল), রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
৪. হিসাব শাখা, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
৫. হোস্টেল সুপার, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
৬. নোটিশ বোর্ড, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।